Tuesday , 15 October 2019
Breaking News

ঝড়ের দাপটে ভেঙে পড়লো বীরভূমের মণ্ডপ

কলকাতা ব্যুরো প্রতিনিধিঃ
হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল। তবে ঝড়ের দাপটে মণ্ডপ ভেঙে পড়বে, তা কেউ ভাবতে পারেনি। আর মহাঅষ্টমীর রাতেই বীরভূমের মহম্মদ বাজারের তিনটি পুজোমণ্ডপ ভেঙে পড়ল। ব্যাপক ক্ষতির সম্মুখীন উদ্যোক্তারা।
দক্ষিণবঙ্গের অন্য জেলা গুলির মতোই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি দেখা যায় বীরভূমেও। ঝড়ের দাপটে ভেঙে পড়ে মহম্মদ বাজারের সংগঠন ক্লাব ও স্পোর্টিং ক্লাবের মূল ফটক।
কুলিয়া সর্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপ ও প্যান্ডেলও ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ₹৩ লাখের কাছাকাছি বলে জানা গেছে। গোটা ঘটনায় পুজো উদ্যোক্তাদের কপালে ভাঁজ।

ক্লাবকর্তাদের মতে, এই পুজো মণ্ডপের আয়োজন করতে যা খরচ হয়েছে। এরপর আলাদা করে আর তা করা সম্ভব নয়। এমন অবস্থায় কীভাবে খরচের টাকা উঠবে, তা নিয়ে চিন্তায় তাঁরা।

Share

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com